কাউখালীতে চাঁদাবাজির বিষয়ে সতর্ক করে বিএনপির মাইকিং

কাউখালী উপজেলা বিএনপির পক্ষ থেকে গতকাল সোমবার রাতে মাইকিং করা হয়ছবি: প্রথম আলো

‘একটি জরুরি ঘোষণা। কাউখালী উপজেলা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রাজনৈতিক নামধারী মাদকাসক্ত, টাউট-বাটপার ও অসাধু কিছু লোক বিভিন্ন রাজনৈতিক ছত্রচ্ছায়ায় ও প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে মানুষকে মামলা-হামলা ও তদবিরের কথা বলে আর্থিক লেনদেনে লিপ্ত আছেন, যা চাঁদাবাজির শামিল। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে কেউ লিপ্ত থাকলে আমাদের অথবা আইনপ্রয়োগকারী সংস্থাকে জানানো অনুরোধ করা হলো।’

পিরোজপুরের কাউখালী উপজেলার বিএনপির পক্ষ থেকে গতকাল সোমবার সন্ধ্যায় এভাবে মাইকিং করা হয়েছে। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলছেন, এর মধ্য দিয়ে প্রকাশ্যে নিজেদের দোষ স্বীকারের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশে সতর্কবার্তা জানাল দলটি।

উপজেলা বিএনপির সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম আহাসানুল কবির, সদস্যসচিব এস এম দ্বীন মোহাম্মদ ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মিয়ার পক্ষ থেকে এই মাইকিং করা হয়েছে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা ও ব্যবসায়ী অভিযোগ করেছেন, বিএনপি, বিভিন্ন দলসহ সমন্বয়কদের নাম ভাঙিয়েও এলাকায় বেশ কিছুদিন ধরে ‘নীরব চাঁদাবাজি’ চলছে। এমন পরিস্থিতি থেকে নিস্তার পেতে স্থানীয় প্রশাসনের প্রতি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আহসানুল কবির বলেন, ‘জনসাধারণকে সতর্ক করার জন্য আমরা (কাউখালী উপজেলা বিএনপি) এ রকম মাইকিং করছি। কারণ, কয়েক মাস ধরে বিভিন্ন নামে ও বিভিন্ন পরিচয়ে মানুষকে ভয় দেখিয়ে অর্থ আদায় করা হয়েছে। এর সঙ্গে উপজেলা বিএনপি কোনোভাবেই জড়িত নয়। তাই উপজেলাবাসীকে সাবধান করতে এ ঘোষণা জানিয়েছি।’

এমন ঘোষণাকে বিএনপির দলীয় ব্যাপার উল্লেখ করে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, এসব বিষয়ে জনসাধারণের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।