মতলব উত্তরে ইটের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে আটক
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কথা-কাটাকাটির জেরে ছেলের ছোড়া ইটের আঘাতে শেফালী বেগম (৫৫) নামের এক নারী খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার বেলা তিনটায় উপজেলার পশ্চিম ফতেপুর ইউনিয়নের দিঘলীপাড় গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত ছেলেকে আটক করেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে।
শেফালী বেগম উপজেলার দিঘলীপাড় গ্রামের মৃত কালু প্রধানিয়ার স্ত্রী। আটক নুরুল আলম (২৭) তাঁর ছেলে ও কিছুটা মানসিক প্রতিবন্ধী। তিনি মায়ের সঙ্গে বাড়িতে থাকতেন।
পুলিশ, নিহত নারীর পরিবার ও স্থানীয় সূত্র জানায়, কয়েক বছর আগে শেফালী বেগমের স্বামী মারা যান। তাঁর মৃত্যুর পর ছেলে নুরুল আলম ও এক মেয়েকে নিয়ে বাড়িতে থাকেন। নুরুল আলম দীর্ঘদিন ধরে মানসিকভাবে কিছুটা অসুস্থ। কাজকর্ম কিছুই করেন না। আজ সকালে বাড়ির বাইরে যান নুরুল আলম। বেলা তিনটায় বাড়িতে ফিরলে পারিবারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে তাঁর কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে মাকে লক্ষ্য করে ইট ছুড়ে মারেন নুরুল আলম। এতে মাথা ফেটে জ্ঞান হারিয়ে ফেলেন শেফালী বেগম। কিছুক্ষণ পর তাঁর বোন বাড়িতে ফিরে দেখেন, মা অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছেন। পরে শেফালী বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান। বিষয়টি পুলিশকে জানালে তারা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, এটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের জন্য নিহত নারীর লাশ উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযুক্ত নুরুল আলমকে আটক করা হয়েছে। তিনি কিছুটা মানসিক প্রতিবন্ধী। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।