অনুপ্রবেশের চেষ্টাকালে এক রোহিঙ্গা পরিবারের পাঁচ সদস্য আটক

নাফ নদীর ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্য
ফাইল ছবি: প্রথম আলো

অনুপ্রবেশের চেষ্টাকালে একটি রোহিঙ্গা পরিবারের পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার বেলা ১১টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং উলুবনিয়া সীমান্তে তাদের আটক করা হয়। ওই সীমান্তে মিয়ানমারে ব্যাপক গোলাগুলি চলছে।

স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধি প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। তবে বিজিবির পক্ষ থেকে এ ব্যাপারে কিছু বলা হয়নি।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য মতে, আজ সকাল থেকে মিয়ানমারের ওপারে ব্যাপক গোলাগুলি শুরু হয়েছে। স্থলপথে গোলাগুলির সঙ্গে হেলিকপ্টার থেকে ছোড়া হচ্ছে গুলি। ধারণা করা হচ্ছে, বিদ্রোহীদের দখল করে নেওয়া অঞ্চল উদ্ধার করতে হামলা চালাচ্ছে মিয়ানমারের সরকারি বাহিনী। সীমান্তজুড়ে তীব্র গোলাগুলির আতঙ্কে ঘরবাড়ি ছাড়ছেন স্থানীয় লোকজন। বেলা ১১টার দিকে মিয়ানমার থেকে উলুবনিয়া সীমান্ত পার হয়ে একটি রোহিঙ্গা পরিবার বাংলাদেশে ঢুকে পড়লে সীমান্তে বিজিবির সদস্যরা তাদের আটকে দেন। স্বামী-স্ত্রী ছাড়াও তাদের সঙ্গে তিন শিশু আছে। তাদের বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও উলুবনিয়া এলাকার বাসিন্দা জালাল আহমেদ বলেন, ‘উলুবনিয়া সীমান্ত কক্সবাজার-৩৪ বিজিবির আওতাধীন। আজ সকাল থেকে মিয়ানমারের ওপারে ব্যাপক গোলাগুলি এবং বোমার শব্দ আমরা শুনতে পাচ্ছি। ভয়ে সীমান্ত থেকে লোকজন সরে যাচ্ছেন। অনেকে ঘর থেকে বের হচ্ছেন না।’

আরও পড়ুন

এ ব্যাপারে টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদের সরকারি মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই সীমান্ত কক্সবাজার-৩৪ বিজিবির অধীন। এ ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে জানান। তিনি কক্সবাজার-৩৪ বিজিবির সঙ্গে যোগাযোগ করার জন্য বলেন।

কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়কের সরকারি মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। এ কারণে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন