চলন্ত ট্রেনের ছাদে সাপ, যাত্রীদের মধ্যে রাসেলস ভাইপার–আতঙ্ক

বগুড়ার সান্তাহার জংশন স্টেশন থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ছাদে বড় আকারের একটি সাপের দেখা গেছে। যাত্রীরা সাপটি দেখার পর ট্রেনে রাসেলস ভাইপার আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল বুধবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বিকেলের দিকে ট্রেনের ছাদে সাপটি দেখা যায়। এতে পুরো ট্রেনে আতঙ্ক ছড়িয়ে পড়লে রেলওয়ের কর্মচারীরা সাপটি উদ্ধারের জন্য কাজ শুরু করেন। তবে ট্রেনটি চলন্ত থাকায় সাপটি উদ্ধার করা সম্ভব হয়নি।

ট্রেনের যাত্রী আরমান হোসেন জানান, হঠাৎ ট্রেনের ছাদে একটি সাপ দেখতে পাওয়া যায়, এতে ট্রেনের মধ্যে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। অনেক যাত্রী ধারণা করেন সাপটি রাসেলস ভাইপার। পঞ্চগড় স্টেশনে পৌঁছার পর রেলওয়ের কর্মচারীরা সাপটি উদ্ধারের চেষ্টা করেন, তবে পুরো ট্রেন তল্লাশি করেও সাপটি আর পাওয়া যায়নি।

ট্রেনের চালক শাহিনুর ইসলাম বলেন, সাপটি পাওয়ার কারের ইঞ্জিনের ওপর ছিল। ট্রেনটি দিনাজপুর পার হওয়ার পর পার্বতীপুর এবং চিরিরবন্দরের মাঝামাঝি সাপটি দেখা যায়। পরে ট্রেনের একজন কর্মচারী সেটির ছবি ধারণ করেন। শাহিনুর ইসলাম বলেন, রাত ১১টার দিকে ট্রেনটি পঞ্চগড় স্টেশনে পৌঁছার পর সেখানেও সন্ধান চলে, কিন্তু সাপটি আর পাওয়া যায়নি।