কুয়াকাটা সমুদ্রসৈকত-সংলগ্ন গণশৌচাগারে পড়ে ছিল পর্যটকের লাশ

কুয়াকাটা সমুদ্রসৈকতফাইল ছবি: প্রথম আলো

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত-সংলগ্ন একটি গণশৌচাগার থেকে নুর হোসেন (৪৫) নামের এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে সৈকতের পর্যটন পার্ক-সংলগ্ন এলাকার গণশৌচাগার থেকে লাশটি উদ্ধার করা হয়।

নুর হোসেন খুলনার লবণচোড়া এলাকার সাতচুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি গতকাল শুক্রবার সকালে সমুদ্রসৈকত দেখতে কুয়াকাটায় এসেছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে কুয়াকাটার হোটেল ব্যবসায়ী বন্ধু জসিম উদ্দিনের সঙ্গে সমুদ্রসৈকত-সংলগ্ন একটি দোকানে চা পান করছিলেন নুর হোসেন। কিছুক্ষণ পর বন্ধুকে শৌচাগারে যাওয়ার কথা বলে তিনি নিখোঁজ হন। দুপুরে এক দম্পতি ওই শৌচাগারে গিয়ে দীর্ঘক্ষণ দরজা বন্ধ দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানায়। তাঁরা শৌচাগারের ওপর ছিদ্র দিয়ে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (কলাপাড়া সার্কেল) বিমল কৃষ্ণ মল্লিক প্রথম আলোকে বলেন, ঠিক কীভাবে ওই ব্যক্তি মারা গেছে, এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।