চলন্ত কাভার্ড ভ্যানটি জ্বলছিল, দুই কিলোমিটার দূরে গিয়ে থামাল চালক
চলন্ত কাভার্ড ভ্যানটির ভেতরে আগুন জ্বলছিল। ভেতর থেকে বেরোচ্ছিল ধোঁয়া। সামনে বসা চালক তখনো টের পাননি। জ্বলতে থাকা কাভার্ড ভ্যান নিয়ে প্রায় দুই কিলোমিটার যাওয়ার পর অন্য একটি গাড়ির চালক এসে আগুন লাগার বিষয়টি কাভার্ড ভ্যানের চালককে জানান। এরপর দ্রুত গাড়িটিকে মহাসড়কের পাশে পার্কিং করেন চালক।
গতকাল সোমবার রাত ১১টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টার পর গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শী আবদুল মালেক প্রথম আলোকে বলেন, গাড়িটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেন ধরে ঢাকার দিকে যাচ্ছিল। তিনি উপজেলার ছোট কুমিরা এলাকায় কাভার্ড ভ্যানটির ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন। পরে শুনেছেন বাঁশবাড়িয়া এলাকায় চালক গাড়িটি থামানোর পর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. ফিরোজ মিয়া বলেন, রাত ১১টার দিকে কাভার্ড ভ্যানে আগুন লাগার বিষয়টি তাঁরা খবর পান। পাঁচ মিনিটের মধ্যে তাঁরা ঘটনাস্থলে পৌঁছান। শুরুতেই তাঁদের একটি ইউনিট কাজ শুরু করে। কিন্তু আগুনের ভয়াবহতা দেখে তাঁরা আরও একটি ইউনিট ডাকেন। প্রায় পৌনে এক ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
মো. ফিরোজ মিয়া আরও বলেন, কাভার্ড ভ্যানটির ভেতরে কিছু অ্যালুমিনিয়াম, লোহা আর ব্যাটারির অ্যাসিড ছিল। ওই অ্যাসিড থেকে আগুন ধরে। মূলত তাপমাত্রা বেশি হওয়ার কারণে গাড়িতে আগুন লেগে যায়।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র ঘোষ বলেন, গাড়িটিতে আগুন জ্বলতে থাকলেও চালক টের পাননি। প্রায় দুই কিলোমিটার যাওয়ার পর অন্য একটি গাড়ির চালক তাঁকে বিষয়টি জানান। এটি কোনো ধরনের নাশকতার ঘটনা নয়। এতে কেউ হতাহত হননি। আগুন নিয়ন্ত্রণে আসার পর হাইওয়ে পুলিশ কাভার্ড ভ্যানটিকে হাইওয়ে থানার ডাম্পিং এ নিয়ে যায়।