বেলাবতে বাড়িতে ঢুকে কৃষককে পেটানোর অভিযোগ, এক দিন পর মৃত্যু

মৃতদেহ উদ্ধার
প্রতীকী ছবি

নরসিংদীর বেলাব উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন বাড়িতে ঢুকে একজন কৃষককে পিটিয়ে আহত করার এক দিন পর তাঁর মৃত্যু হয়েছে।

ওই কৃষকের নাম মো. বিল্লাল হোসেন (৪৩)। আজ সোমবার দুপুরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এর একটু পরই তিনি মারা যান।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বিন্নাবাইদ গ্রামের পশ্চিমপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

বিল্লাল হোসেন পশ্চিমপাড়া এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

স্বজনেরা জানিয়েছেন, একটি জমির মালিকানা নিয়ে বিল্লাল হোসেনের সঙ্গে প্রতিবেশী জুয়েল মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সমাধানের জন্য গতকাল দুপুরে একটি সালিশ বৈঠক হয়। এর রায় পক্ষে না যাওয়ায় সন্ধ্যা ছয়টার দিকে জুয়েল মিয়ার নেতৃত্বে ১০ থেকে ১৫ জন বিল্লাল হোসেনের বাড়িতে হামলা করেন। এ সময় তাঁরা বিল্লাল ও তাঁর স্বজনদের লাঠি ও রড দিয়ে পেটান।

এতে বিল্লাল হোসেন গুরুতর আহত এবং তাঁর স্ত্রী শামিমা আক্তার (২৬), ভাই ডালিম মিয়া (৩২), বড় ভাইয়ের স্ত্রী জাহানারা বেগম (৩৮) ও ভাতিজা আনোয়ার হোসেন (১৮) আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন। আজ সকালে বিল্লাল হোসেনের অবস্থার অবনতি হয়। এরপর দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একটু পরই তাঁর মৃত্যু হয়।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তির স্বজনেরা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।