নড়াইলে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ভ্যানচালক আটক
নড়াইলের লোহাগড়া উপজেলায় ১৩ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ভ্যানচালককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।
রাত আটটার দিকে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। আটক জসিম উদ্দিন (২৮) উপজেলার পাঁচুড়িয়া পূর্বপাড়ার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে ভ্যান চালিয়ে উপজেলার একটি গ্রামে যান জসিম। এ সময় পানি পানের নাম করে ওই প্রতিবন্ধী শিশুদের বাড়িতে ঢোকেন তিনি। এ সময় বাড়িতে শিশুটি ছাড়া আর কেউ ছিল না। এমন অবস্থায় মেয়েটিকে গোয়ালঘরের পেছনে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় জসিম। এরই মধ্যে মেয়েটির মা বাড়িতে চলে আসে। তিনি মেয়ের চিৎকার শুনে এগিয়ে গেলে জসিম পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় এলাকার লোকজন এসে তাঁকে আটক করে পুলিশে দেন।
লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ওই ভ্যানচালককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।