মাইকে ঘোষণার পর ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত, আহত ১
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় উপজেলার দারোরা ইউনিয়নের পালাসুতা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মুরাদনগর উপজেলার পালাসুতা গ্রামের ইসমাইল হোসেন (৩০) ও কাজিয়াতল গ্রামের নুরে আলম (৩৫)। তাঁদের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
আহত ব্যক্তির নাম শাহজাহান। তিনি কুমিল্লা সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসিন্দা। তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে মুরাদনগর উপজেলার পালাসুতা ও কাজিয়াতল গ্রামে চুরি–ডাকাতি বেড়ে গেছে। এ নিয়ে এলাকাবাসী ক্ষুব্ধ ছিলেন। এরই মধ্যে গতকাল রাতে পালাসুতা গ্রামের মসজিদের পাশে মাহফিল হচ্ছিল। হঠাৎ খবর আসে গ্রামে ডাকাত ঢুকেছে। তখন মসজিদের ও মাহফিলের মাইক থেকে ঘোষণা দেওয়া হয় গ্রামে ডাকাত ঢুকেছে। লোকজন লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান করেন। এ সময়ে তিন সন্দেহভাজন যুবককে গ্রামের কয়েকজন আটক করে পিটুনি দেন। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, তাঁরা আসলেই ডাকাত ছিলেন কি না, বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। এ নিয়ে বেলা সোয়া ১১টা পর্যন্ত কোনো ধরনের মামলা হয়নি।