গোপালগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় এসআই নিহত
গোপালগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় সাইফুল ইসলাম (৩৫) নামের পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। আজ শনিবার বেলা পৌনে তিনটার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জের সদর উপজেলার আড়পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম ৩৪তম ক্যাডেট ব্যাচে পুলিশে যোগদান করেছিলেন। তিনি গোপালগঞ্জে ডিএসবিতে কর্মরত ছিলেন। ফরিদপুরের সালথা উপজেলার নকুলহাটি গ্রামের আবদুল মান্নানের ছেলে তিনি।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, আজ সদর উপজেলার আড়পাড়ায় ওলামা দলের কর্মী সম্মেলন হয়। সাইফুল ওই সম্মেলনের তথ্য সংগ্রহের সময় গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়ক পার হতে গেলে টেকেরহাটগামী একটি কাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ সময় কাভার্ড ভ্যানটি দ্রুত পালিয়ে যায়।
ওসি আরও বলেন, ঘটনার খবর শুনে পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় নিহতের পরিবার, পুলিশ প্রশাসন ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে জেলা পুলিশ লাইনসে জানাজা শেষে সাইফুলের মরদেহ তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।