টেকনাফে সাগরপথে পাচারকালে ২ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার
মিয়ানমার থেকে সাগরপথে বাংলাদেশে পাচারকালে ২ কেজির বেশি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক–সংলগ্ন লম্বরী ঘাট এলাকা থেকে ওই মাদকদ্রব্য জব্দ করা হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বিজিবি বলছে, উদ্ধার করা এসব আইসের বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা। প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ।
বিজিবি সূত্র জানায়, গতকাল রাতে সাগরপথে ওই এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে, এমন তথ্য পায় সংস্থাটি। পরে বঙ্গোপসাগরের তীরে লম্বরী ঘাট থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে পোঁটলা (ব্যাগ) হাতে নিয়ে মেরিন ড্রাইভ সড়কের দিকে আসতে দেখেন বিজিবির সদস্যরা। ধাওয়া দিলে পোঁটলাটি ফেলে দৌড়ে পাশের গ্রামের দিকে পালিয়ে যান তিনি। ওই ব্যক্তির ফেলে যাওয়া পোঁটলাটি (ব্যাগ) থেকে ২ দশমিক শূন্য ৪ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। চোরাকারবারিকে শনাক্ত করার জন্য গোয়েন্দা কার্যক্রম চলমান। আইসের চালানটি ব্যাটালিয়ান সদরে জমা রাখার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।