১৮ এপ্রিল থেকে বেনাপোল এক্সপ্রেসে যুক্ত হচ্ছে ১২টি নতুন বগি

ট্রেন
প্রতীকী ছবি

বেনাপোল-ঢাকা রেলপথে চলাচলকারী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে যুক্ত হচ্ছে চীন থেকে আমদানি করা ১২টি নতুন কোচ। ১৮ এপ্রিল নতুন এসব বগি নিয়ে যুক্ত হবে ট্রেনটিতে।

রেলওয়ের বেনাপোল স্টেশন মাস্টার মো. সাইদুজ্জামান প্রথম আলোকে বলেন, বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে ১০টি পুরোনো বগি নিয়ে চলছে। এগুলোর বদলে এখন ১২টি নতুন বগি যুক্ত হচ্ছে। এতে দুটি এসি চেয়ারকোচ, একটি এসি কেবিনসহ নামাজের ঘর ও খাবারের বগি থাকবে। এর ফলে ৮৮৪ আসনের ট্রেনটিতে যাতায়াত আরও আরামদায়ক হবে।  

বাংলাদেশ রেলওয়ের বেনাপোল স্টেশন সূত্র জানায়, ৬ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের একটি চিঠিতে জানানো হয়, সদ্য আমদানি করা কোচগুলো ১৮ এপ্রিল আন্তনগর বেনাপোল এক্সপ্রেস এবং ১৭ এপ্রিল নীলসাগর এক্সপ্রেস ট্রেনে যুক্ত হবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৭ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল–ঢাকা রেলপথে আধুনিক বগিযুক্ত বেনাপোল এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন। করোনাভাইরাস মহামারির সময় ট্রেনটির চলাচল বন্ধ রাখা হয়।

দেড় বছর বন্ধ থাকার পর ২০২১ সালের ২ ডিসেম্বর ট্রেনটি আবার চালু হয়। ওই সময় নতুন বগি তুলে নিয়ে পুরোনো বগি দিয়ে বেনাপোল এক্সপ্রেস চালায় রেলওয়ে। এ বিষয়ে ক্ষোভ জানিয়ে যশোরবাসী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।