সিলেটে মহাসড়কের পাশে পড়েছিল ব্যবসায়ীর রক্তাক্ত লাশ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট-তামাবিল মহাসড়কের পাশ থেকে এক ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোরে সিলেট-তামাবিল মহাসড়কসংলগ্ন জৈন্তাপুরের লক্ষ্মীপুরসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম মো. সালাউদ্দিন (৩৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের বাসিন্দা। জৈন্তাপুরের বাংলাবাজার এলাকায় মসজিদ মার্কেটে সেলুনের ব্যবসা করতেন তিনি।
প্রাথমিকভাবে পুলিশ ধারণ করছে, সালাউদ্দিন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ বলেছে, শনিবার রাতে সালাউদ্দিন তাঁর চাচাতো বোনের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে রাতের খাবার শেষ করে বাংলা বাজারে ফেরার কথা ছিল তাঁর। ভোরে মহাসড়কের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় সালাউদ্দিনের লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির মুখমণ্ডল থেঁতলানো অবস্থায় পাওয়া গেছে।
তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনাস্থলে কোনো যানবাহন পাওয়া যায়নি।
জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
সিলেটের জকিগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গতকাল রাত ৯টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের আটগ্রাম স্টেশনের পূর্ব পাশে কাশেম কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
নিহত কাজী কমর উদ্দিন (৬০) জকিগঞ্জের উপজেলার কসকনকপুর ইউনিয়নের বিয়াবাইল গ্রামের (নালুহারা) ফুলেরদিঘীর বাসিন্দা।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত ৯টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কে আটগ্রাম স্টেশনের পূর্ব পাশ এলাকায় সিলেটগামী ট্রাক ও জকিগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিহত হন অটোরিকশার যাত্রী কাজী কমর উদ্দিন। আহত হন অটোরিকশার চালক।
জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে ঘটনাস্থল থেকে দুটি গাড়ি উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।