রাজবাড়ীতে সাবেক প্রতিমন্ত্রী কেরামত আলীসহ ১৭০ নেতা-কর্মীর নামে মামলা
রাজবাড়ীতে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, তাঁর ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।
আজ শনিবার বিকেলে রাজবাড়ী সদর থানায় মামলাটি করেন সদর উপজেলার কাউরিয়া গ্রামের বাসিন্দা ও কোটা সংস্কার আন্দোলনের অংশগ্রহণকারী রাজিব মোল্যা। মামলায় আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ করা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন ইরাদত আলীর ছেলে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া মাসুদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া, জেলা ছাত্রলীগের সভাপতি শাহীন শেখ, রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র আলমগীর শেখ, গোয়ালন্দ উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মোস্তফা মুন্সি, রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র মহম্মদ আলী চৌধুরী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান নাহিদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, সাধারণ সম্পাদক ও মুলঘর ইউনিয়নের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান প্রমুখ।
মামলার বাদী রাজিব মোল্যা বলেন, গত ৭ জুলাই রাজবাড়ী-ঢাকা মহাসড়কের বড়পুল এলাকায় বেলা তিনটার সময় কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি ঘিরে ছাত্র-জনতা, শিক্ষক ও অভিভাবকেরা সমবেত হন। এর কিছুক্ষণ পর আসামিরা অস্ত্রশস্ত্রসহ তাঁদের ঘিরে ধরেন। তাঁরা অতর্কিতভাবে হামলা চালিয়ে আন্দোলনকারীদের মারধর করেন। আহত ব্যক্তিদের সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইফতেখারুল আলম প্রধান বলেন, আজ বিকেলে মামলাটি হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।