গাজীপুর–৩ আসনে সংসদ সদস্য ইকবাল হোসেন স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন

সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদরের আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ওই আসনের বর্তমান সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন। গতকাল সোমবার রাত ১১টায় গাজীপুর শহরের জোরপুকুরপাড় এলাকায় নিজ বাড়িতে উপস্থিত নেতা-কর্মীদের সামনে তিনি এ ঘোষণা দেন।

মুহাম্মদ ইকবাল হোসেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে তিনি শ্রীপুর উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সংরক্ষিত মহিলা আসনের বর্তমান সংসদ সদস্য রুমানা আলী।

আরও পড়ুন

বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার কোনো ঘোষণা না দেওয়ায় প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বলে জানিয়েছেন ইকবাল হোসেন। প্রার্থিতা ঘোষণার পর নেতা–কর্মীদের নিয়ে সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, ‘শেখ হাসিনার নির্দেশে নির্বাচনে অংশ নিচ্ছি। নৌকার বিরুদ্ধে নয়, বরং সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে নির্বাচন করছি।’ তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার পরপরই শ্রীপুরের বিভিন্ন এলাকা থেকে বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও তাঁর নিজের ছবিসংবলিত ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলে তাঁরা শেখ হাসিনা নির্দেশকে অবমাননা করেছেন।

ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সংরক্ষিত মহিলা আসনের বর্তমান সংসদ সদস্য রুমানা আলী। রোববার আওয়ামী লীগের প্রধান কার্যালয় থেকে গাজীপুর–৩ আসনে নৌকার প্রার্থী হিসেবে তাঁকে মনোনীত করা হয়। একই আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন তাঁর বড় ভাই গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জামিল হাসান, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল জলিল ও আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন খান। তবে মনোনয়ন পাওয়ার পর রুমানা আলীর সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আনুষ্ঠানিক ঘোষণা দেন তাঁর ভাই জামিল হাসান।

আরও পড়ুন

বর্তমান সংসদ সদস্যের অনুসারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণার পর থেকে সংসদ সদস্যের কর্মীরা হতাশায় ভুগছিলেন। তাঁরা রোববার সন্ধ্যার পর থেকে সংসদ সদস্যের বাড়িতে ভিড় করতে থাকেন। রাত ৯টার দিকে সংসদ সদস্য নেতা-কর্মীদের সামনে উপস্থিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধৈর্য ধরতে আহ্বান জানান। এরপর সোমবার তিনি কর্মীদের উপস্থিতিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন।

আরও পড়ুন