লক্ষ্মীপুরে দুই মাসের মাথায় আবারও ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

গ্যাস রিফিলের সময় বিস্ফোরণে উড়ে গেছে বাসের একাংশ। এতে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। আহত হন আরও তিনজন। আজ ভোরে লক্ষ্মীপুর পৌর শহরের ইসলাম মার্কেট এলাকায় গ্রিন লিফ ফিলিং স্টেশনেছবি: প্রথম আলো

দুই মাসের ব্যবধানে লক্ষ্মীপুরে গ্রিন লিফ ফিলিং স্টেশনে আবারও বাসের সিলিন্ডারে গ্যাস ভরার (রিফিল) সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় আবুল কালাম (২১) নামের এক যাত্রী মারা গেছেন, আহত হয়েছেন আরও তিনজন। আহত ব্যক্তিদের ঢাকা ও নোয়াখালীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ বুধবার ভোরে লক্ষ্মীপুর পৌর শহরের ইসলাম মার্কেট এলাকায় ফিলিং স্টেশনটিতে আল মদিনা নামের একটি লোকাল বাসে গ্যাস রিফিলের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কালাম লক্ষ্মীপুর পৌর শহরের সাহাপুর এলাকার জাকির হোসেনের ছেলে, পেশায় রংমিস্ত্রি। আহত ব্যক্তিরা হলেন নোয়াখালীর কবিরহাট এলাকার বাসিন্দা আবুল হোসেন (৫০), লক্ষ্মীপুর পৌর শহরের সাহাপুর এলাকার মো. নাঈমসহ (২৪) তিনজন।

এর আগে ১৪ অক্টোবর একই ফিলিং স্টেশনে অন্য একটি বাসের সিলিন্ডারে গ্যাস রিফিলের সময় বিস্ফোরণ ঘটে তিনজনের মৃত্যু হয়, ওই দিন আরও নয়জন আহত হন। তাঁদের মধ্যে একজনের একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ভোর চারটার দিকে গ্রিন লিফ ফিলিং স্টেশনে আল মদিনা পরিবহন নামের একটি বাস গ্যাস নিতে আসে। এ সময় বাসের সিলিন্ডারে গ্যাস ঢোকানোর সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে চারদিকে ধোঁয়াচ্ছন্ন হয়ে গেলে স্টেশনে থাকা সিএনজি অটোচালকেরা ছোটাছুটি শুরু করেন। এ সময় ঘটনাস্থলে মারা যান ওয়ার্কশপের শ্রমিক আবুল কালাম। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। আহত ব্যক্তিদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে একজন মারা যান, তিনজন আহত হন। তবে বাসের গ্যাস সিলিন্ডারটি মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অরূপ রায় বলেন, বিস্ফোরণে আবুল কালামের মাথার খুলি উড়ে গিয়ে মারা গেছেন। তাঁর মরদেহ হাসপাতালের মর্গে আছে। আহত ব্যক্তিদের শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম রয়েছে। তাঁদের মধ্যে একজনকে ঢাকায় এবং অন্য দুজনকে নোয়াখালী হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ বলেন, ফিলিং স্টেশনে গ্যাস রিফিলের সময় বিস্ফোরণে একজন মারা গেছেন। একই ফিলিং স্টেশনে এর আগেও তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ওই মামলা এখনো চলমান।