ঘন কুয়াশায় সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল ব্যাহত
ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে যাওয়ায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল ব্যাহত হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-সৈয়দপুর রুটের তিনটি ফ্লাইট ওঠানামা করতে পারেনি। শিডিউল বিপর্যয় ঘটায় বিমানবন্দরে আটকা পড়েছেন যাত্রীরা।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সৈয়দপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা (ভিজিবিলিটি) কম থাকায় বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা থেকে সৈয়দপুরগামী তিনটি ফ্লাইট স্থগিত করা হয়। ওই ফ্লাইটগুলো যাত্রী নিয়ে আবার ঢাকায় ফেরার কথা ছিল। এতে সৈয়দপুর বিমানবন্দরে ঢাকাগামী দুই শতাধিক যাত্রী আটকা পড়েছেন।
সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ বলেন, কুয়াশা কেটে গেলে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে।
সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, ঘন কুয়াশার কারণে সকাল সাড়ে ১১টা পর্যন্ত রানওয়েতে প্রয়োজনীয় দৃষ্টিসীমা ছিল না। এ সময় রানওয়েতে ৬০০ মিটার দৃষ্টিসীমা ছিল, যা উড়োজাহাজ অবতরণে যথেষ্ট নয়। তবে এখন কুয়াশা দ্রুতগতিতে কেটে যাচ্ছে। ফলে দুপুরের পরপরই উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হবে বলে তিনি আশা করেন।