তীব্র শীতের কারণে কুড়িগ্রামে বিদ্যালয় বন্ধ ঘোষণা
কুড়িগ্রামের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে শীতে কাঁপছে কুড়িগ্রাম। ঘন কুয়াশা ও হাড়কাঁপানো শীতের কারণে জনজীবন বিপর্যস্ত। এমন পরিস্থিতিতে কুড়িগ্রামের সব প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ। এদিকে আজ বৃহস্পতিবার সকালে জেলায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে কুড়িগ্রামের আবহাওয়া অফিস জানিয়েছে।
জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলায় মোট ১ হাজার ২৪০টি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান, ৩৮৬টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান এবং ২২২টি মাদ্রাসা তীব্র শীতের কারণে বন্ধ ঘোষণা করে চিঠি ইস্যু করা হয়েছে। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে না ওঠা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে চিঠিতে জানানো হয়েছে।
জেলার রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আজ জেলায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থা আরও কয়েক দিন থাকতে পারে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নবেজ উদ্দিন সরকার বলেন, এক সপ্তাহ ধরে জেলায় তাপমাত্র ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ওঠানামা করছে। তীব্র শীতের কারণে বিদ্যালয়ে উপস্থিতি কিছুটা কমে গিয়েছিল। এমন অবস্থায় আজ জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় প্রাথমিকের ১ হাজার ২৪০টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শামসুল আলম প্রথম আলোকে বলেন, জেলায় মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে চিঠি ইস্যু করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, এক সপ্তাহ ধরে এই জেলায় তাপমাত্রা কমছে। আজ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। তীব্র শীতে শিক্ষার্থীদের কষ্ট দূর করতে তাপমাত্রা না বাড়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।