টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে বিদ্যুতের তারে জড়িয়ে পর্যটকের মৃত্যু
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে নৌকার ছাদে বিদ্যুতের তারে জড়িয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে হাওরের পাশের পাটলাই নদ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল জামরুল মিয়া (৪৫) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।
মারা যাওয়া জামরুল মিয়ার বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বাড়ই গ্রামে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজারসংলগ্ন তরং এলাকার পাটলাই নদে তাঁদের বহনকারী নৌকাটি বিদ্যুতের তারের সঙ্গে লাগে।
এ ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন তিনজন। তাঁরা হলেন জামাল ভূঁইয়া (২৬), মাঈনুউদ্দিন (২৭) ও রাজন (২৮)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার পর ময়মনসিংহে পাঠানো হয়েছে।
আহত জামাল ভূঁইয়া বলেন, নান্দাইল উপজেলা থেকে ২০ জনের একটি দল নিয়ে গতকাল টাঙ্গুয়ার হাওরে বেড়াতে আসেন তাঁরা। সারা দিন হাওরে বেড়ানোর পর পাশের ট্যাকেরঘাট এলাকায় রাত্রিযাপনের জন্য পাটলাই নদ দিয়ে রওনা হয় তাঁদের বহনকারী নৌকাটি। নৌকার ছাদে চার থেকে পাঁচজন বসে ছিলেন। তরং এলাকায় নৌকাটি যাওয়ার পর নদের ওপর দিয়ে আড়াআড়িভাবে টানানো পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে যান জামরুল মিয়া। তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে নদীতে পড়ে নিখোঁজ হন। এ সময় তিনজন আহত হয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা জানান, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ ব্যক্তির সন্ধান চালায় প্রশাসন, পুলিশ ও এলাকাবাসী। কিন্তু নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। আজ সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে লাশ উদ্ধার করেছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইখতেখার হোসেন জানান, ‘লাশ থানায় আছে। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’