আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপকার ভুলে গেলে মুনাফেকি হবে—এমন মন্তব্য করেছেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার একজন বিএনপি নেতা। সম্প্রতি এমন একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা স্থানীয় রাজনীতিতে বেশ আলোচনার জন্ম দেয়।
বিএনপির ওই নেতার নাম শফিয়ার রহমান। তিনি রৌমারী উপজেলার দাঁতভাঙা ইউনিয়ন বিএনপির সভাপতি। অডিওটি তাঁর বলে স্থানীয় সাংবাদিকদের কাছে স্বীকার করলেও প্রথম আলোর কাছে তিনি দাবি করেছেন, এটি তাঁর নয়। এটি এডিট (সম্পাদনা) করা।
শফিয়ার রহমান বলেন, ‘যে এডিট করেছে সে ইতিমধ্যে স্বীকার করে ফেসবুকে একটি পোস্ট করেছে। আর রেকর্ডটি প্রায় এক থেকে দেড় মাস আগের, যা বর্তমানে নতুন করে আবার সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ ছড়াচ্ছে।’
১ মিনিট ১৭ সেকেন্ড দৈর্ঘ্যের ওই অডিওতে বলতে শোনা যায়, ‘আওয়ামী লীগ সময়ে কয়েকজন নেতা-কর্মী আমার জায়গাজমির বিষয়ে যে উপকার করেছে, তা আমি ভুলতে পারছি না। ভোলাও যাবে না। ভুলে গেলে মুনাফেকি হবে।’
অডিওতে দাঁতভাঙা ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ছক্কুসহ ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজনের নাম উল্লেখ করে বিএনপির এই নেতা বলেছেন, ‘আমার বিপদের সময় ছক্কু আমার যে উপকার করেছে আমার বাপের (বাবা) সমতুল্য কাজ করেছে। রেজাউল, এরশাদুল ও বক্কর এরা যে ওই সময়ে প্রকাশ্যে বলেছিল, “শফিয়ার চাচার ঘরে (জমিতে) কে যায় দেখব।” তখন তাদের (আওয়ামী লীগের নেতা-কর্মী) জন্য আমি রক্ষা পেয়েছি। আজকের দাঁতভাঙ্গায় আমি টিকে আছি জন্য বিএনপি এখানে টিকে আছে। না হলে এক দিনের থাবাতেই বিএনপি এখান থেকে উড়ে যাবে।’
স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের সময়ে স্থানীয় বিএনপি নেতা শফিয়ার রহমানের বিরুদ্ধে রৌমারী উপজেলার দাঁতভাঙা হাটবাজারের সরকারি খাসজমি দখলের অভিযোগ ওঠে। পরে ২০২০ সালে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নিতে গেলে ওই বিএনপি নেতাসহ আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী দখল উচ্ছেদে বাধা দেন। পরে সরকারি খাসজমি উদ্ধার না করে ফিরে যায় প্রশাসন।
দাঁতভাঙা ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বলেন, শফিয়ার রহমান আওয়ামী লীগের ক্যাডার বাহিনী দিয়ে হাটবাজারের সরকারি সম্পত্তি দখল করে এলাকায় দাপিয়ে বেড়ান।
উপজেলা বিএনপির সভাপতি মো. আজিজুর রহমান বলেন, শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে বাধা ও দলীয় নেতা-কর্মীদের লাঞ্ছিতের ঘটনায় ইতিমধ্যে ওই বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। অডিও বক্তব্য ফেসবুকে ছড়ানোর পর তিনি দলে থাকার গ্রহণযোগ্যতা হারিয়েছেন। এ জন্য দলীয়ভাবে বিষয়টি তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জেলা নেতাদেরও লিখিতভাবে জানানো হবে।