রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হওয়ার ২০ দিন পর এক ব্যক্তির মৃত্যু
নরসিংদীর রায়পুরার শ্রীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে আহত হওয়ার ২০ দিন পর বাচ্চু হক (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল থেকে ১৮ দিন চিকিৎসা নিয়ে গত বুধবার উপজেলার চরসুবুদ্ধিতে এক স্বজনের বাড়ি ফেরেন বাচ্চু। বাড়ি ফেরার দুই দিনের মাথায় আজ শুক্রবার ভোরে তাঁর মৃত্যু হয়। শ্রীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
বাচ্চু হক রায়পুরার শ্রীনগর ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামের মৃত শামসুল হকের ছেলে। এর আগে ঘটনার দিন একই গ্রামের মো. আজগর আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হন। গত ১৯ নভেম্বর ভোর পাঁচটার দিকে গজারিয়াকান্দি গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সংঘর্ষের সময় প্রতিপক্ষের ছোড়া টেঁটায় বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আজগর আলীর মৃত্যু হয় ও দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন।
স্থানীয় লোকজন বলছেন, গজারিয়াকান্দি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুটি পক্ষ সক্রিয়। এর মধ্যে এক পক্ষের নেতৃত্ব দেন ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান সদস্য খালেক মিয়া ও আরেক পক্ষের নেতৃত্ব দেন সাবেক ইউপি সদস্য মো. শাহ আলম। নিহত বাচ্চু ও আজগর দুজনই খালেক মিয়ার সমর্থক ছিলেন।
পুলিশ ও দুই পক্ষের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি বছরের ১৩ জুলাই দুই পক্ষের সংঘর্ষে মফিজ উদ্দিন (৫০) নামের এক ব্যক্তি নিহত হন। তিনি ছিলেন শাহ আলমের পক্ষের সমর্থক। এ ঘটনার পর থেকেই মামলা-হামলার ভয়ে খালেকের পক্ষের শতাধিক লোক গা ঢাকা দিয়েছিলেন। গত ১৯ নভেম্বর ভোরবেলা খালেকের অর্ধশতাধিক সমর্থক এলাকায় ঢুকতে গেলে শাহ আলম পক্ষের সমর্থকেরা তাঁদের বাধা দেন। এ সময় দুই পক্ষের লোকজন টেঁটাসহ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে দুই পক্ষের অন্তত ১২ জন টেঁটাবিদ্ধ হন। এ সময় ঘটনাস্থলেই আজগরের মৃত্যু হয়।
এর পর থেকে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন বাচ্চুসহ অন্তত পাঁচজন। গত বুধবার সন্ধ্যায় সেখান থেকে ফিরে উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নে বোনের বাড়িতে অবস্থান করছিলেন তিনি। আজ ভোরে তিনি মারা যান।
এ বিষয়ে জানতে আজ সকালে বর্তমান ইউপি সদস্য খালেক মিয়া ও সাবেক ইউপি সদস্য শাহ আলমের মুঠোফোনে একাধিকবার কল দেন এই প্রতিবেদক। তবে দুজনের কেউই সাড়া না দেওয়ায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
জানতে চাইলে শ্রীনগর ইউপির চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান বলেন, দুই পক্ষের সংঘর্ষের ২০ দিন পর আজ টেঁটাবিদ্ধ বাচ্চু হকের মৃত্যু হয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে এই পর্যন্ত তিনজনের মৃত্যু হলো।
রায়পুরা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ বলেন, বাচ্চু হকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।