জামালপুরে আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক এমপিসহ ১০ জনের নামে মামলা

মামলাপ্রতীকী ছবি

জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে সাবেক সংসদ সদস্য (এমপি) আবুল কালাম আজাদসহ ১০ জনের নামে মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে জেলা ছাত্রদলের সহসভাপতি মো. শাহাদত হোসেন বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ২০০ থেকে ৩০০ জনকে।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন জামালপুর-৫ (সদর) আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ, বাংলাদেশ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন মো. সফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন (ছানু), জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম (রাব্বী)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ৩ আগস্ট দুপুরে সাধারণ ছাত্র-জনতা একটি মিছিল নিয়ে জামালপুর শহরের মির্জা আজম চত্বর থেকে শহীদ হিরু সড়ক দিয়ে বকুলতলার দিকে যাচ্ছিল। এ সময় শহরের নতুন হাইস্কুল এলাকায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আগ্নেয়াস্ত্র, রামদা ও বাঁশের লাঠি নিয়ে ছাত্র-জনতার মিছিল প্রতিহত করতে হামলা চালান। হামলার মুখে ছাত্র-জনতার মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সল মো.আতিক বলেন, গতকাল রাতে থানায় মামলাটি হয়েছে। মামলা হাওয়ার পর থেকে আসামিদের ধরতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।