কুমিল্লায় এবার চোর সন্দেহে গণপিটুনিতে আহত তরুণের মৃত্যু

গণপিটুনি
প্রতীকী ছবি

কুমিল্লার দেবীদ্বার উপজেলার বাগুর শান্তিনগর এলাকায় চোর সন্দেহে গণপিটুনির শিকার এক তরুণের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার ভোরে গণপিটুনির শিকার আশিকুর রহমান (১৯) নামের ওই তরুণ শনিবার সকালে মারা যান।

নিহত আশিকুর রহমান চান্দিনা উপজেলার মহারং এলাকার মিজানুর রহমানের ছেলে। পেশায় তিনি রিকশাচালক ছিলেন।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার পালাসুতা গ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুজন নিহতের ঘটনা ঘটেছে। ওই ঘটনা নিয়েও ধূম্রজাল সৃষ্টি হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে ডাকাত আখ্যা দিয়ে তাদের হত্যা করা হয়েছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভোরে চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ডসংলগ্ন জেলার দেবীদ্বার উপজেলার বাগুর শান্তিনগর সীমান্ত এলাকার একটি দোকানের টিউবওয়েলের ওপরের অংশ চুরির অভিযোগে আশিকুরকে আটক করে ওই এলাকার ১৫-২০ জন তাঁকে পিটুনি দেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশিকুরকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার কথা বললে পুলিশের ভয়ে রাজি হয়নি। পরে বাধ্য হয়েই তাঁকে বাড়িতে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। এদিকে শনিবার ভোরে অবস্থার অবনতি হলে তাঁকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তখন পরিবারের সদস্যরা জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ এসে হাসপাতাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খান জানান, ঘটনাটি চান্দিনা বাসস্ট্যান্ড হলেও সেটি দেবীদ্বার উপজেলাধীন বাগুর শান্তিনগর সীমান্তে পড়েছে। তাঁরা ৯৯৯ থেকে ফোন পেয়ে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আশিকুরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। এখানে সীমান্ত জটিলতা রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্দেশনা দিলে এবং নিহতের পরিবারের লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার রাত সাড়ে নয়টায় দেবীদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাননি। ঘটনাস্থল দেবীদ্বারে হওয়ায় নিহতের পক্ষের কেউ অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবেন। তাঁরা বিষয়টির খোঁজখবর নিচ্ছেন।