সিলেট সীমান্ত থেকে এয়ারগান, ছররা গুলিসহ অর্ধকোটি টাকার মালামাল জব্দ

সিলেট জেলার মানচিত্র

সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে অভিযান চালিয়ে এয়ারগান, ছররা গুলিসহ ভারত থেকে পাচার করে আনা অর্ধকোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি। আজ রোববার সিলেটের জকিগঞ্জ ১৯ বিজিবি ব্যাটালিয়নের পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, আজ বিজিবির সুরাইঘাট, জৈন্তাপুর, লালাখাল, লোভাছড়া ও সোনারখেওর বিওপির পৃথক টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে ভারতীয় থান কাপড়, কাতান শাড়ি, মকমল থান কাপড়, সিগারেট ও পাতার বিড়ি, চিনি, চা-পাতা, গরু ও সুপারি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা।

অন্যদিকে সোনারখেওর বিওপির বিশেষ টহল দল কানাইঘাটের মিকিরপাড়া এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযান চালায়। ভারতের সীমান্ত পিলার ১৩৩২ থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় এয়ারগান ও ৩০ রাউন্ড ছররা গুলি উদ্ধার করে।

বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. আসাদুন্নবী বলেন, সীমান্তের সুরক্ষা নিশ্চিতে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালানবিরোধী অভিযান চলমান। এরই অংশ হিসেবে পৃথক অভিযানে ওই মালামালগুলো জব্দ করা হয়েছে।