ঝালকাঠিতে সাবেক ইউপি সদস্যসহ দুজনকে কুপিয়ে হত্যা

হত্যা
প্রতীকী ছবি

ঝালকাঠির রাজাপুরে ইউনিয়ন পরিষদের সাবেক এক সদস্যসহ দুজনকে কুপিয়ে হত্যা করেছে তাঁদের প্রতিপক্ষরা। সোমবার রাত সাড়ে আটটার দিকে রাজাপুরের শুক্তাগড় ইউনিয়নের জগইরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন আবদুর রব হাওলাদার (৫৫) ও তাঁর ভাতিজা বেলায়েত হোসেন (৪০)। এর মধ্যে আবদুর রব হাওলাদার শুক্তাগড় ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন। এ ঘটনায় মো. হাসান (৩০) ও মো. শাহজাহান (৪০) নামের দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানান, জমিজমা নিয়ে জগইরহাট এলাকার খাদেম হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে আবদুর রব হাওলাদারের বিরোধ চলছিল। এর আগে তাঁদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় আদালতে একাধিক মামলা চলমান।

স্থানীয় কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার বিকেলে খাদেম হোসেনের ছেলে রাজনের সঙ্গে মাদক রয়েছে, এমন সন্দেহে রাজাপুর থানা পুলিশ তাঁকে তল্লাশি করে। মাদক না পাওয়ায় রাজনকে ছেড়ে দেয় পুলিশ। খাদেম হোসেন এ ঘটনায় প্রতিপক্ষ আবদুর রব হাওলাদারকে সন্দেহ করেন। এর জের ধরে রাত সাড়ে আটটার দিকে খাদেম হোসেন ও রব হাওলাদারের মধ্যে ঝগড়া বাধে। ক্ষিপ্ত হয়ে খাদেম হোসেন ও তাঁর ছেলে রাজনের নেতৃত্বে একদল লোক আবদুর রব এবং তাঁর সঙ্গে থাকা ভাতিজা বেলায়েত হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।

খবর পেয়ে থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবদুর রব ও বেলায়েতকে নিস্তেজ অবস্থায় উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আকরাম হোসেন তাঁদের মৃত ঘোষণা করেন। প্রথম আলোকে তিনি বলেন, দুজনকে অসচেতন অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে পরীক্ষা–নিরীক্ষা করে দেখা যায় অতিরিক্ত রক্তক্ষরণে অনেক আগেই তাঁদের মৃত্যু হয়েছে। উভয়ের শরীরে বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক  করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে।