শাজাহানপুরে সেপটিক ট্যাংকে নেমে দুই পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু
বগুড়ার শাজাহানপুরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ভেতরের বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে দুই পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার গোহাইল ইউনিয়নের আগড়া পশ্চিমপাড়া গ্রামে সোহরাব হোসেনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। বেলা তিনটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে তা পুলিশের কাছে হস্তান্তর করেন।
মারা যাওয়া দুই পরিচ্ছন্নতাকর্মী হলেন বগুড়া শহরের সুইপার কলোনির বাসিন্দা বিমল বাঁশফোড় (৪৮) ও লাঠিয়াল বাঁশফোড় (৫০)।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় লাঠিয়াল বাঁশফোড়ের ছেলে বিজয় বাঁশফোড় থানায় লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, বগুড়া শহরের ওই দুই পরিচ্ছন্নতাকর্মী দুপুরের দিকে চুক্তিতে সোহরাব হোসেনের বসতবাড়ির বাইরে সেপটিক ট্যাংক পরিষ্কার শুরু করেন। প্রথমে লাঠিয়াল বাঁশফোড় সেপটিক ট্যাংকের ভেতরে নামেন। বেশ কিছুক্ষণ তাঁর সাড়াশব্দ না পেয়ে তাঁকে উদ্ধারের জন্য বিমল বাঁশফোড় ভেতরে নেমে তিনিও নিস্তেজ হয়ে পড়েন। খবর পেয়ে শাজাহানপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা এসে সেপটিক ট্যাংকের ভেতর থেকে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। পরে লাশ দুটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শাজাহানপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আবদুর রহমান বলেন, কোনো ধরনের নিরাপত্তার ব্যবস্থা না করেই ওই দুজন পরিচ্ছন্নতাকর্মী সেপটিক ট্যাংকে নেমেছিলেন। ভেতরে সৃষ্ট হওয়া বিষাক্ত গ্যাসে শ্বাস বন্ধ হয়ে তাঁরা মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।