জৈন্তাপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
সিলেটের জৈন্তাপুর উপজেলায় ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঈদের দিন আজ শনিবার হাসান উদ্দিন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সকাল আটটার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের লামামহাইল গ্রামে এ ঘটনা ঘটে।
হাসান উদ্দিন উপজেলার দরবস্ত ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লামামহাইল গ্রামের রহিম উদ্দিনের ছেলে। এর আগে একই উপজেলায় গতকাল শুক্রবার সকালে ও বিকেলে বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে হাসান ঈদের নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বাড়ির পাশে যাওয়ার সময় বিদ্যুতের ছেঁড়া লাইনে স্পৃষ্ট হয়। পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানানো হয়। খবর পেয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। পরে ছেঁড়া তারটি মেরামত করে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২–এর উপমহাব্যবস্থাপক পার্থ চক্রবর্তী (কারিগরি) বলেন, সকাল আনুমানিক আটটার দিকে পল্লী বিদ্যুতের একজন কর্মকর্তাকে ফোন দিয়ে ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে পল্লী বিদ্যুতের পক্ষ থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। কিন্তু ওই শিশুকে বাঁচানো সম্ভব হয়নি।
পার্থ চক্রবর্তী আরও বলেন, শুক্রবার রাতের ঝড়ে বিদ্যুতের তারটি ছিঁড়ে পড়ে থাকতে পারে। ওই এলাকায় শুক্রবার রাত একটা পর্যন্ত বিদ্যুৎ–কর্মীরা ছিলেন। কিন্তু তার ছিঁড়ে যাওয়ার বিষয়টি কাউকে অবহিত করা হয়নি। সকালে ওই ঘটনার পর খবর পেয়ে বিদ্যুতের তারটি মেরামত করা হয়েছে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, হাসানের লাশ আবেদনের ভিত্তিতে বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।