নোয়াখালীতে বঙ্গোপসাগরে ট্রলার ডুবে শিশুসহ চার রোহিঙ্গার মৃত্যু
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরের দক্ষিণে বঙ্গোপসাগরে মালবাহী ট্রলার ডুবে তিন শিশুসহ চার রোহিঙ্গার মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিক ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ভাসানচর থেকে আট নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত রোহিঙ্গারা হলো শিশু আজিজুল হক (২), তার ভাই আবদুল কাদের (৩) ও আছিয়া বেগম (৩) এবং লায়লা বেগম (৪৫)।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর প্রথম আলোকে বলেন, আজ শনিবার সকালে চট্টগ্রাম থেকে ২১ জন যাত্রী ও কিছু মালামাল নিয়ে একটি ট্রলার ভাসানচরের উদ্দেশে রওনা দেয়। ট্রলারটি ভাসানচর থেকে আট নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় পৌঁছালে ট্রলারের নিচে ছিদ্র হয়ে যায়। এতে ট্রলারটি ডুবে গেলে তিন শিশুসহ এক নারী মারা যান।
ওসি আবু জাফর জানান, ট্রলারডুবির খবর পেয়ে কোস্টগার্ড একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিদের লাশ এবং আহত ব্যক্তিদের উদ্ধার করে। তিনি জানান, এসব রোহিঙ্গা অনুমতি নিয়ে কক্সবাজার গিয়েছিল। সেখান থেকে আবার অনুমতি নিয়ে ব্যক্তিমালিকানা মালবাহী ট্রলারযোগে ভাসানচর ফেরার পথে ওই দুর্ঘটনার কবলে পড়ে।