মাগুরায় বজ্রপাতে তিনজনের মৃত্যু

বজ্রপাত
প্রতীকী ছবি

মাগুরায় আখের খেতে কাজ করার সময় বজ্রপাতে তিন কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। শ্রীপুর উপজেলার চর চৌগাছী গ্রামে আজ বুধবার বিকেল পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে।

তাঁরা হলেন উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চরচৌগাছি গ্রামের শাহাদত আলী বিশ্বাস (৬০), নিজাম শেখ (৫৫) ও পাশের রাজবাড়ীর নাড়ুয়া ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আলী (৪৫)।

পরিবারের লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, তিনজনই চরচৌগাছি গ্রামের মাঠে একটি আখখেতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই শাহাদত আলীর মৃত্যু হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় নিজাম ও মোহাম্মদ আলীকে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের দুজনকেও মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) লিটন সরকার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আখখেতে কাজ করার সময় বজ্রপাতে একজন নিহত ও দুজন গুরুতর আহত হন। পরে হাসপাতালে ওই দুজনেরও মৃত্যু হয়। এ বিষয়ে থানায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে। আর সুরতহাল শেষে তাঁদের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।