কুমিল্লায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক মেয়র প্রার্থীকে নোটিশ
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদের উপনির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁকে ৪৮ ঘণ্টার মধ্যে আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন গতকাল সোমবার বিকেলে তাঁকে ওই নোটিশ দেন।
নোটিশে মোহাম্মদ নিজাম উদ্দিনের উদ্দেশে বলা হয়, ‘২৬ ফেব্রুয়ারি বিকেলে কুমিল্লা নগরের রেসকোর্স মোড় ও পদচারী সেতু এলাকার সড়কে আপনি মিছিল করেন। সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর ১১(২) বিধি অনুসারে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনপূর্ব সময়ে কোনো প্রকার মিছিল বা কোনোরূপ শোডাউন করতে পারেন না। আপনার এ ধরনের কার্যক্রম ওই বিধির সুস্পষ্ট লঙ্ঘন।’
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে মেয়র পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা মহোদয়ের নোটিশ পেয়েছি। জবাব দেব।’
রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, যে প্রার্থীই আচরণবিধি লঙ্ঘন করবেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আগামী ৯ মার্চ কুমিল্লা সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচন হবে। এতে মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন—সাবেক মেয়র মো. মনিরুল হক (টেবিলঘড়ি প্রতীক), মোহাম্মদ নিজাম উদ্দিন (ঘোড়া প্রতীক), নূর উর রহমান মাহমুদ তানিম (হাতি প্রতীক) ও তাহসীন বাহার (বাস প্রতীক)।
সবশেষ ২০২২ সালের ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনে নির্বাচন হয়। নির্বাচনে আরফানুল হক (রিফাত) মেয়র হন। গত বছরের ১৩ ডিসেম্বর আরফানুল হকের মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে মেয়র পদ শূন্য হয়। শূন্য পদে ৯ মার্চ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ইভিএমে ভোট গ্রহণ হবে।