সিলেটে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কায় প্রাইভেট কারের ৩ যাত্রী নিহত
সিলেটের জৈন্তাপুর উপজেলায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-তামাবিল আঞ্চলিক সড়কের জৈন্তাপুর উপজেলার বাঘেরসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তাঁরা সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তিদের প্রাইভেট কারে ছাতক উপজেলার ৯ নম্বর ওয়ার্ড পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মিসভার ব্যানার পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে গোয়াইনঘাট উপজেলার জাফলং থেকে সিলেটের দিকে প্রাইভেট কারটি আসছিল। পথে সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কের বাঘেরসড়ক এলাকায় পৌঁছালে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান দুজন। প্রাইভেট কার থেকে আরও তিনজনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আরও একজন মারা যান।
তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তিদের নাম–পরিচয় পাওয়া যায়নি। তাঁদের নাম–পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।