বসতবাড়ির গাছ কাটা নিয়ে কলহ, মাকে কুপিয়ে হত্যার অভিযোগ

হত্যাপ্রতীকী ছবি

জামালপুর পৌর শহরে মঞ্জিলা বেগম (৬৫) নামের এক নারীকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলের বিরুদ্ধে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের হাটচন্দ্রা এলাকায় ওই নারী খুন হয়েছেন।

মঞ্জিলা বেগম চন্দ্রা এলাকার তোতা মিয়ার স্ত্রী। তাঁর ছেলে অভিযুক্ত মোহাম্মদ মঞ্জু মিয়া (৩০) ঘটনার পর থেকে পলাতক। এ ঘটনায় শেখ ফরিদ (৪৫) নামের এক গাছ ব্যবসায়ী আহত হয়েছেন। তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঞ্জিলা বেগম বাড়ির একটি গাছ শেখ ফরিদের গাছে বিক্রি করেন। ওই গাছ কাটতে আসেন শেখ ফরিদ। এ সময় গাছ কাটতে বাধা দেন মঞ্জু মিয়া। এই নিয়ে দুজনের মধ্যে কথা–কাটাকাটি শুরু হয়। মঞ্জিলা বেগম দুজনকে থামাতে যান। এ সময় মঞ্জু মিয়া মা ও শেখ ফরিদকে দা দিয়ে কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলে মঞ্জিলা বেগমের মৃত্যু হয়। স্থানীয় লোকজন আহত শেখ ফরিদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, গাছ কাটা নিয়ে এই হত্যাকাণ্ড ঘটেছে। ছেলেকে ধরতে পুলিশের অভিযান চলছে।