জয়পুরহাটের জব্দ করা ২৪০ বস্তা আলু ৪০ টাকা কেজি দরে বিক্রি করল প্রশাসন
জয়পুরহাটের ক্ষেতলালে একটি স্বয়ংক্রিয় চালকল থেকে জব্দ করা এক ট্রাক (২৪০ বস্তা) আলু খোলাবাজারে ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। আজ মঙ্গলবার ক্ষেতলালের ইটাখোলা বাজারে আলুগুলো বিক্রি করে স্থানীয় প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা যায়, হিমাগার থেকে খাওয়ার উপযোগী নিম্নমানের এক ট্রাক আলু ক্ষেতলাল উপজেলার শাখারুঞ্জ ত্রিমুহনী বাজারের মা রাজিয়া অটো রাইস মিলে নেওয়া হয়। ওই মিলে খাওয়ার উপযোগী নিম্নমানের আলুগুলো বীজ আলু হিসেবে প্যাকেটজাত করা হয়। গত শনিবার রাতে নকল বীজ আলুগুলো বিক্রির উদ্দেশ্যে ট্রাকে তোলা হচ্ছিল। স্থানীয় লোকজন ঘটনাটি উপজেলা প্রশাসনকে জানান। রাতেই ইউএনও উম্মে তাবাসুম এবং সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা ঘটনাস্থলে আসেন। তাঁরা ঘটনার সত্যতা পান। নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মিলের ব্যবস্থাপককে ২০ হাজার টাকা জরিমানা ও এক ট্রাক আলু জব্দ করেন। জব্দ আলুগুলো ওই মিলেই রাখা হয়। আজ মঙ্গলবার সকালে জব্দ করা আলুগুলো ক্ষেতলাল পৌর শহরের ইটাখোলা বাজারে এনে বিক্রি করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল আরা বলেন, ‘অটো রাইস মিল থেকে ২৪০ বস্তা আলু জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আজকে ইটাখোলা বাজারে এনে জব্দ করা আলুগুলো খোলাবাজারে ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। আলু বিক্রির টাকা আলুর মালিককে বুঝিয়ে দিয়েছি।’