ঠাকুরগাঁওয়ে ‘ইত্যাদি’র দৃশ্যধারণে দর্শকের ভিড়, বসার চেয়ার না পেয়ে হট্টগোল
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দৃশ্যধারণের আয়োজন চলছিল। চেয়ারে বসাকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এতে ঘণ্টা দুয়েক বন্ধ থাকে দৃশ্যধারণের কাজ। গতকাল বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের রাজা টংকনাথের রাজবাড়িতে বাড়িতে এ ঘটনা ঘটে।
‘ইত্যাদি’ অনুষ্ঠানের দৃশ্যধারণের আয়োজন ঘিরে ঠাকুরগাঁওয়ে মানুষের ব্যাপক উৎসাহে সৃষ্টি হয়। জেলার প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান রাজা টংকনাথের রাজবাড়ী চত্বরে আয়োজকেরা স্থানীয় প্রশাসনের সহায়তায় প্রায় চার হাজার দর্শকের বসার ব্যবস্থা করেন। আর দৃশ্যধারণ অনুষ্ঠানে দর্শকদের আমন্ত্রণপত্র বিতরণ করে আয়োজক ও জেলা প্রশাসন।
গতকাল সন্ধ্যা ছয়টার দিকে অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দুপুরের পর থেকেই হাজারো মানুষ রাজা টংকনাথের রাজবাড়ীর সামনে জড়ো হতে শুরু করে। দৃশ্যধারণের কাজ শুরুর আগে আমন্ত্রিত নন, এমন হাজারো মানুষ রাজবাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় তাঁরা সীমানা পেরিয়ে ভেতরে ঢুকে পড়েন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অনুষ্ঠানটি শুরু হয়। দর্শক পর্ব ও একটি নাচের পরেই চেয়ারে বসা নিয়ে দর্শকদের মধ্যে হট্টগোল শুরু হয়।
এ সময় উপস্থাপক হানিফ সংকেত দর্শকদের নিজের জায়গায় বসতে বারবার অনুরোধ করেন। তবে একপর্যায়ে দর্শকদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। পরিস্থিতি শান্ত না হওয়ায় বন্ধ হয়ে যায় অনুষ্ঠানের দৃশ্যধারণের কাজ। পরে সেখানে ধীরে ধীরে ভিড় কমে আসে। রাত ১১টার দিকে সীমিতসংখ্যক দর্শক নিয়ে আবার দৃশ্যধারণের কাজ শুরু হয়, রাত একটার দিকে তা শেষ হয়।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরশেদুল হক জানান, অতিরিক্ত দর্শক চলে আসায় অনুষ্ঠানে বিশৃঙ্খলা দেখা দেয়। তবে কেউ আহত হননি। এ ঘটনায় শুটিংয়ের আয়োজন ব্যাহত হলেও পরে ভালোভাবে তা শেষ হয়েছে।
‘ইত্যাদি’র দৃশ্যধারণের আয়োজনে সংগীতশিল্পী রবি চৌধুরী উপস্থিত ছিলেন। আজ শুক্রবার সকালে ফেসবুকে ইত্যাদির সেটের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘১০ হাজার লোকের জায়গায় ২ লাখ লোক হয়ে গেছে। আর্মি ও পুলিশের সহযোগিতায় শুটিং সম্পন্ন হয়েছে। আবারও প্রমাণিত হলো ইত্যাদির কোনো বিকল্প নেই। ইত্যাদি নাম্বার ওয়ান।’
আরেক সংগীতশিল্পী সানিয়া সুলতানা (লিজা) ফেসবুকে লিখেছেন, ‘গতকাল খুব সুন্দরভাবে আমরা “ইত্যাদি’’র নতুন একটি পর্ব ঠাকুরগাঁওয়ে শেষ করলাম। ইত্যাদিকে ঘিরে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা সামনে থেকে প্রত্যক্ষ করলাম। এ এক অসাধারণ অভিজ্ঞতা!’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান বলেন, বিশৃঙ্খলা হলেও এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাজা টংকনাথের রাজবাড়ীর প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য তুলে ধরা ও প্রাচীন স্থানটি সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য ইত্যাদির শুটিংয়ের কাজ করতে এই ভেন্যু নির্বাচন করা হয়েছিল।