মুঠোফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে তরুণ নিহত

ট্রেন দুর্ঘটনা
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলসেতুর ওপর দিয়ে হেঁটে মুঠোফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে এক তরুণ নিহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার ঘাটিনা রেলসেতুর ওপর এ ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম ইয়াদুল হোসেন (২৬)। তিনি উল্লাপাড়া আদর্শগ্রাম এলাকার আবদুল লতিফের ছেলে।

স্থানীয় রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে উল্লাপাড়ার ঘাটিনা রেলসেতুর ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় ইয়াদুল হোসেন মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ৯৯ আপ লোকাল ট্রেনটি চলে আসে। বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজন তাঁকে অনেক ডাকাডাকি করেন। কিন্তু তিনি শুনতে পাননি। মুহূর্তের মধ্যে ট্রেনে কাটা পড়ে তরুণের দেহ দুই ভাগ হয়ে যায়।

উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, খোঁজ নিয়ে জানা গেছে যে ওই তরুণ তাঁর স্ত্রীর সঙ্গে অভিমান করে সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন। মুঠোফোনে কথা বলা অবস্থায় ট্রেনে কাটা পড়ে তিনি মারা গেছেন।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।