চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা, দোকানি গ্রেপ্তার
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক মুদিদোকানির বিরুদ্ধে। এ ঘটনায় আজ বুধবার সকালে গজারিয়া থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। এই মামলায় আটক হওয়া দোকানিকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে অভিযুক্ত মুদিদোকানি শাহ আলম খানকে (৬৫) আটক করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে মুদিদোকানে যায় শিশুটি। এ সময় শিশুটিকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে দোকানের ভেতরে ডেকে নিয়ে যান শাহ আলম। এ সময় তিনি শিশুটির শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন। একপর্যায়ে ধর্ষণের চেষ্টা করেন।
এ সময় শিশুটির ফুফু দোকানে এসে ঘটনাটি দেখে ফেলেন। তাৎক্ষণিকভাবে শিশুর ফুফু প্রতিবাদ করেন। তখন শাহ আলম ও তাঁর পরিবারের লোকজন শিশুটির ফুফুর ওপর চড়াও হন।
নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার কয়েকজন জানান, কোনো শিশু ওই দোকানে গেলে আশপাশে কেউ না থাকলে শাহ আলম বাচ্চাদের তাঁর কোলে নিয়ে বসান। চকলেট, বিস্কুট ও বেলুন দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় হাতাহাতি করেন। এর আগেও কয়েকবার এমন ঘটনা ঘটেছিল। তবে অভিযুক্ত শাহ আলমের পরিবার এলাকায় প্রভাবশালী হওয়ায় কেউ কোনো প্রতিবাদ করেন না।
শিশুটির ফুফু বলেন, ‘ভাতিজির ঘটনার পর থেকে স্থানীয়ভাবে আমাদের মীমাংসার জন্য জোরাজুরি করা হয়। আমরা না মানায় আমাদের হুমকি দেওয়া হচ্ছে। উল্টো আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি।’
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজ দুপুরে প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি আমরা গতকাল রাতে জানতে পারি। রাতেই ওই বৃদ্ধকে আটক করা হয়। আজ সকালে শিশুটির মা বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন। এ মামলায় অভিযুক্ত শাহ আলমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন।’
শিশুটির পরিবারের নিরাপত্তাহীনতা নিয়ে ওসি আনোয়ার আলম বলেন, শিশু ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তার দায়িত্ব পুলিশের। কেউ তাঁদের হুমকি দিয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।