ব্যালটসহ সেলফি তুলে ফেসবুকে দিয়ে লাপাত্তা সাবেক ছাত্রলীগ নেতা
রাজশাহীর পবা উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকক্ষের মধ্যে প্রতীকের ওপর সিল মারা ব্যালটসহ সেলফি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওমর ফারুক ওরফে ফারদিন। এ ঘটনার পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে খুঁজে বেড়াচ্ছেন। মুঠোফোনেও তাঁকে পাওয়া যাচ্ছে না।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার বলেন, বিষয়টি তাঁর নজরে এসেছে। অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, ভোটাধিকার গোপনে প্রয়োগ করার বিষয়। অথচ এই ব্যক্তি পছন্দের ব্যক্তিকে জানানোর জন্য ব্যালটে সিল দিয়ে তা ফেসবুকে পোস্ট করেছেন। এটি বেআইনি। তিনি এটি করতে পারেন না। তাঁকে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন তৎপর।
খোঁজ নিয়ে জানা গেছে, ওমর ফারুকের বাড়ি পবা উপজেলার পারিলা ইউনিয়নের মাড়িয়া গ্রামে। আজ বুধবার সকালে তিনি কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। কেন্দ্রে মুঠোফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ থাকলেও ওমর ফারুক তা নিয়ে গেছেন। বুথের ভেতর সিল দেওয়া ব্যালট নিয়ে সেলফিও তুলেছেন। ভোট প্রদান শেষে ওমর ফারুক তাঁর ফেসবুক আইডিতে একটি ছবি পোস্ট করেন।
ব্যালটসহ ছবি ফেসবুকে পোস্ট করার বিষয়ে জানতে ওমর ফারুকের মুঠোফোন নম্বরে কল দিলে অপর প্রান্ত থেকে বলা হয়, এটি ওমর ফারুকের মুঠোফোন নম্বর নয়। তিনি কোনো ছবি ফেসবুকে পোস্ট করেননি।