বিলের পাড়ে পড়ে ছিল নারীর গলাকাটা লাশ, কানের দুল বিক্রির সময় যুবক আটক

আটকপ্রতীকী ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের রাঙ্গাঝিরি এলাকা থেকে তৈয়বা বেগম (৪৩) নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে এলাকার বিলের পাড় থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আজ শনিবার সকালে পাশের বাজারে কানের দুল বিক্রি করতে আসা মোহাম্মদ ফারুক (২২) নামের এক যুবককে এলাকাবাসী আটক করেছেন। এলাকাবাসীর ধারণা, বিক্রি করতে আসা কানের দুল তৈয়বা বেগমের।

নিহত তৈয়বা বেগম রাঙ্গাঝিরি এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী। স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা জানান, গতকাল বিকেলে বিলের পাড় থেকে গরু আনতে গিয়েছিলেন তৈয়বা বেগম। এরপর আর ফিরে আসেননি। সন্ধ্যায় পরিবারের সদস্যরা খুঁজতে গিয়ে বিলের পাড়ে তৈয়বার লাশ পড়ে থাকতে দেখেন। লাশের গলায় ও হাতের কবজি কাটা এবং মাথায় আঘাতের চিহ্ন ছিল। তৈয়বা বেগমের কানে দুল পরা থাকলেও লাশ উদ্ধারের সময় দুল পাওয়া যায়নি বলে দাবি পরিবারের সদস্যদের।

বাইশারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলম জানান, তৈয়বা বেগমের হত্যাকাণ্ডে এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। আজ সকালে পার্শ্ববর্তী ঈদগড় বাজারের একটি সোনার দোকানে এক জোড়া কানের দুল বিক্রি করতে যান রাঙ্গাঝিরি এলাকার তরুণ মোহাম্মদ ফারুক। সোনার দোকানের মালিকের সন্দেহ হলে বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানান তিনি। পরে এলাকাবাসী মোহাম্মদ ফারুককে আটক করেন। কানের দুল শনাক্তের জন্য তৈয়বার পরিবারের সদস্যদের সংবাদ দেওয়া হয়েছে।

জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসরুরুল হক বলেন, তৈয়বা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা কেন তাঁকে হত্যা করেছেন, তা তদন্তে জানা যাবে। এলাকাবাসী একজনকে আটক করার খবর শুনে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।