গাইবান্ধায় বন্ধ রংপুর চিনিকল চালুর দাবিতে সমাবেশ

চিনিকলের সামনে এ সমাবেশের আয়োজন করে রংপুর চিনিকল পুনরায় চালু ও রক্ষা সংগ্রাম পরিষদছবি: প্রথম আলো

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকল পুনরায় চালুর দাবিতে সমাবেশ হয়েছে। আজ বুধবার দুপুরে চিনিকলের সামনে এ সমাবেশের আয়োজন করে রংপুর চিনিকল পুনরায় চালু ও রক্ষা সংগ্রাম পরিষদ।

সমাবেশে বক্তব্য দেন শ্রমিকনেতা আবু সুফিয়ান, বিএনপির নেতা সাখাওয়াত হোসেন, আবু বক্কর সিদ্দিক, রবিউল ইসলাম, কলেজশিক্ষক নূরুল ইসলাম, আখচাষি আতোয়ারুল ইসলাম, মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য সাবু মিয়া, মোটরশ্রমিক নেতা লাবু মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, বিগত স্বৈরাচারী সরকার বিনা কারণে রংপুর চিনিকলসহ ছয়টি চিনিকল বন্ধ করেছে। তৎকালীন সরকার একটি অশুভ সিন্ডিকেটের হাতে দেশের চিনির বাজার তুলে দিয়েছিল। এ কারণে চিনির দাম এক লাফে প্রায় চার গুণ বৃদ্ধি পায়। পাশাপাশি এই চিনিকলের কাজ নেই ও মজুরি নেই। চুক্তিভিত্তিক কর্মীদের বেতন থেকে অবৈধভাবে দেড় কোটি টাকা কেটে রেখে তাদের মানবেতর জীবন যাপনে বাধ্য করা হয়েছে।

অবিলম্বে চিনিকল চালু করা ও গরিব শ্রমিক-কর্মচারীদের পাওনা টাকা ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, অবিলম্বে এ দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।