রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন, ভোরে মিলল লাশ

মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় আবু তাহের (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে উপজেলার বালুচর রাজানগর গ্রামের কাঁচা রাস্তার পাশে লাশ পড়ে ছিল। খবর পেয়ে সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। আবু তাহের ওরফে লেংটা পেশায় অটোরিকশাচালক। তিনি ওই গ্রামের আলম চাঁন মাদবরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে আবু তাহের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন। এরপর সারা রাত আর বাড়ি ফেরেননি। রাত থেকেই পরিবারের লোকজন আবু তাহেরকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন, কিন্তু তাঁর হদিস পাননি। আজ ভোরে তাঁরা জানতে পারেন, রাজানগর গ্রামের কাঁচা রাস্তার ওপর এক ব্যক্তির লাশ পড়ে আছে। বিষয়টি স্থানীয় বাসিন্দারা আবু তাহেরের পরিবারের লোকজনকে জানান। এরপর পরিবারের লোকজন সেখানে যান। এর মধ্যে পুলিশকেও খবর দেওয়া হয়।

নিহত আবু তাহেরের ছোট বোন আঁখি বেগমের দাবি, তাঁর ভাইকে কেউ হত্যা করেছে। কেন, কী কারণে হত্যা করেছে, সেটা তাঁরা জানেন না। ভাইয়ের হত্যাকারীদের বিচার চান তাঁরা।

সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ ন ম ইমরান খান প্রথম আলোকে বলেন, নিহত আবু তাহেরের মুখে রক্তের ছাপ ছিল। শরীরে আঘাতের চিহ্ন নেই। তবে এটি হত্যা, নাকি স্বাভাবিক মৃত্যু, তা এখনো বলা যাচ্ছে না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।