স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সব দল ও ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে: মুশফিকুল ফজল
‘এখন বিভাজনের সময় নয়, ঐক্যবদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার সময়। যেখানে কোনো বিভেদ-বিভাজন থাকবে না। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সব রাজনৈতিক দল ও ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সুযোগ হাতছাড়া করা যাবে না।’
আজ রোববার দুপুরে সিলেট প্রেসক্লাব আয়োজিত মতবিনিময় সভায় মুখ্য আলোচকের বক্তব্যে এসব কথা বলেন অনলাইন নিউজ পোর্টাল জাস্ট নিউজ বিডির সম্পাদক মুশফিকুল ফজল আনসারি।
ওয়াশিংটন প্রেসক্লাবের সদস্য, জাতিসংঘ ও হোয়াইট হাউস প্রতিনিধি মুশফিকুল ফজল আনসারি ২০১৪ সালের ডিসেম্বর মাসে দেশ ছাড়ার পর আর ফিরতে পারেননি। ১২ সেপ্টেম্বর বিকেলে তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে আসার পর গতকাল শনিবার এক দশক পর সিলেটে ফেরেন।
মতবিনিময় সভায় মুশফিকুল ফজল বলেন, ‘আমরা ড. ইউনূসের মতো একজন নোবেলজয়ীকে সরকারপ্রধান হিসেবে পেয়েছি। তাঁর কারণে আমরা বিশ্বে সম্মানিত, তিনি আমাদের গর্ব। আমরা বিশ্বাস করি, তিনি তাঁর নামের প্রতি সুবিচার করবেন এবং সব খুনিকে শাস্তির আওতায় নিয়ে আসবেন।’
ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সমতা ও সমমর্যাদার ভিত্তিতে হওয়া উচিত—মন্তব্য করে মুশফিকুল বলেন, ‘যাকে ব্রিটিশ প্রধানমন্ত্রীসহ সারা দুনিয়ার মানবতাবাদী দেশগুলো রিফিউজ করেছে, সেখানে ভারত রাজার হালে রাখে, যা দুই দেশের সম্পর্ক ভালো হবে না। শেখ হাসিনাকে দ্রুত ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে; যাতে ভবিষ্যতে কেউ ক্ষমতার অপব্যবহার করতে না পারে। ইউনূসের মাধ্যমে এটি সম্ভব।’