৯ দিন বিরতির পর মধ্যরাতে মর্টারের শব্দে ঘুম ভাঙল টেকনাফ সীমান্তের মানুষের

নাফনদীর পূর্ব পাশে মিয়ানমার সীমান্তফাইল ছবি

টানা ৯ দিন বন্ধ থাকার পর আবারও কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুর আশপাশের গ্রামে মর্টার শেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গতকাল বুধবার দিবাগত রাত ২টা থেকে ৩টা পর্যন্ত এ শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন টেকনাফ পৌরসভা, সদর ও সাবরাং এলাকার বাসিন্দারা।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। তিনি জানান, টানা ৯ দিন কোনো বিস্ফোরণের শব্দ শোনা যায়নি। তবে গতকাল রাতে আবারও বিস্ফোরণের শব্দ ভেসে আসে। তাই বাংলাদেশ সীমান্তবর্তী জল-স্থলপথে টহল জোরদার করেছে কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মংডু টাউনের পশ্চিমে নাফ নদীর তীরবর্তী শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া ক্ষুদ্র মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আবদুল গণি বলেন, রাতে বিস্ফোরণের শব্দগুলো বোমা নাকি মর্টার শেল সেটা বোঝা যায়নি। তবে খুব বিকট শব্দ হয়েছে। মংডুতে বোমা ও মর্টারের বিকট শব্দের কারণে শিশুরা আতঙ্কিত অবস্থায় রয়েছে। ধারণা করা হচ্ছে, বেদখল হওয়া ফাঁড়ি বা চৌকি পুনরুদ্ধারের চেষ্টা করছে মিয়ানমারের সরকারি বাহিনী।

সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল রাতে বিস্ফোরণের শব্দে টেকনাফ সীমান্তের বাসিন্দারা নির্ঘুম রাত কাটিয়েছেন।

উল্লেখ্য, দীর্ঘ ১১ মাসের লড়াই-সংঘাতের পর মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। ৮ ডিসেম্বর দুপুরে মংডু টাউনশিপের দক্ষিণে দেশটির বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সর্বশেষ ৫ নম্বর সীমান্তচৌকিও দখলে নেয় তারা।