মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা নিয়ে গঠিত চাঁদপুর-২ আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত সংসদ সদস্য মো. নুরুল আমিন রুহুলের কিছু সমর্থকদের ওপর হামলা চালিয়ে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে উপজেলার কলাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের অনুসারী হিসেবে পরিচিত উপজেলার কলাকান্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোবহান সরকার ও তাঁর লোকজনের বিরুদ্ধে ওই অভিযোগ উঠেছে।
সংসদ সদস্য মো. নুরুল আমিনের ব্যক্তিগত সহকারী লিয়াকত আলী অভিযোগ করে বলেন, মোফাজ্জল হোসেন চৌধুরী চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার খবরের পর উপজেলার কলাকান্দা এলাকায় সংসদ সদস্য নুরুল আমিনের অনুসারী ইউপি সদস্য মো. বাশার ও ওই ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবেক ইউপি সদস্য মো. মাহফুজের ওপর তাঁদের বাড়ির সামনে বেলা দুইটায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। এতে তাঁরা গুরুতর আহত হন। হামলাটি করেন কলাকান্দা ইউপির চেয়ারম্যান সোবহান সরকারের লোকজন। হামলায় তাঁরা দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁদের চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়া উপজেলার মিলারচর এলাকায় নুরুল আমিনের অপর এক কর্মী মো. কাউসারকে মারধর করে তাঁর দোকানে তালা লাগিয়ে দেন ওই চেয়ারম্যানের লোকেরা।
হামলার শিকার ইউপি সদস্য মো. বাশার অভিযোগ করে বলেন, বিনা কারণ ও উসকানিতে সোবহান সরকারের লোকেরা তাঁর ওপর হামলা চালিয়েছেন। হত্যার লক্ষ্যেই তাঁর ওপর এ হামলা হয়। বিষয়টি পুলিশকে জানিয়েছেন। পরে থানায় অভিযোগ দেবেন।
অভিযোগের ব্যাপারে ইউপি চেয়ারম্যান সোবহান সরকারের মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। তাই এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক প্রথম আলোকে বলেন, ওই হামলার বিষয়ে লিখিত বা মৌখিক অভিযোগ পাননি। এ ঘটনায় মামলাও হয়নি। অভিযোগ বা মামলা হলে তদন্ত করে ব্যবস্থা নেবেন।