নোয়াখালীতে নদীর পাড়ের গাছ উপড়ে পড়ল নৌকায়, যুবক নিখোঁজ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদীর পাড় থেকে গাছ উপড়ে পড়ে নৌকা ডুবে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। আজ শুক্রবার বিকেলে উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর ক্লোজার এলাকার ছোট ফেনী নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ সজীব জলদাস (২৩) উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জেলে বাড়ির জনার্দন জলদাসের ছেলে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, কিছুদিন আগে বন্যার পানিতে মুছাপুর স্লুইসগেট রেগুলেটর তলিয়ে যায়। এর পর থেকে মুছাপুর ইউনিয়নের ছোট ফেনী নদীসংলগ্ন মুছাপুর ক্লোজার এলাকায় ভাঙন দেখা দেয়। আজ দুপুরের দিকে সজীব জলদাস তাঁর বাবার সঙ্গে উপজেলার ছোট ফেনী নদীর উড়িরচর এলাকায় মাছ ধরতে যান। মাছ ধরে বিকেল সাড়ে চারটার দিকে বাবার সঙ্গে নৌকায় মুছাপুর ক্লোজার ঘাটের উদ্দেশে রওনা দেন। তাঁদের নৌকা মুছাপুর ক্লোজার ঘাটসংলগ্ন এলাকার ছোট ফেনী নদীর পাড়ের কাছাকাছি পৌঁছালে নদীর পাড়ে থাকা দুটি ঝাউগাছ উপড়ে নৌকার ওপর পড়ে। এতে নৌকা ডুবে সজীব ছোট ফেনী নদীতে নিখোঁজ হন। পরে তাঁর বাবা সাঁতরে নদীর তীরে উঠে এসে বিষয়টি আশপাশের লোকজনকে জানান। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাঁকে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। তবে সন্ধ্যা পর্যন্ত সজীবকে উদ্ধার করা যায়নি।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোহাম্মদ জামিল মিয়া বলেন, খবর পেয়ে তিনিসহ ফায়ার সার্ভিসের একটি দল নিয়ে ঘটনাস্থলে যান। তাঁরা নিখোঁজ যুবকের সন্ধান পাননি। সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হচ্ছে না। আগামীকাল শনিবার সকালে চট্টগ্রাম থেকে একদল ডুবুরি দল আসার কথা রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সুলতান প্রথম আলোকে বলেন, নদীর তীরের গাছ ভেঙে নৌকার ওপর পড়লে ওই দুর্ঘটনা ঘটে। এতে নৌকায় থাকায় এক যুবক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ যুবক সম্ভবত ভাটার টানে নদীতে চলে গেছেন।