নোয়াখালীতে হামলা-ভাঙচুরে পণ্ড কৃষক দলের সমাবেশ, নারীসহ আহত ৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর এলাহী ইউনিয়নে কৃষক দলের সমাবেশে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা কৃষক দলের আহ্বায়ক ফজলে এলাহী। আজ রাতে শহরের একটি রেস্তোরাঁয়ছবি: প্রথম আলো।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের হামলা–ভাঙচুরে পণ্ড হয়ে গেছে ইউনিয়ন কৃষক দলের সমাবেশ। ‌আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার চর এলাহী ইউনিয়নের জাইকা আশ্রয়ণকেন্দ্র মাঠে এ ঘটনা ঘটে। এতে উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌসসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।

এদিকে হামলা–ভাঙচুর চালিয়ে কৃষক দলের সমাবেশ পণ্ড করার ঘটনার প্রতিবাদে আজ রাতে জেলা শহর মাইজদীতে সংবাদ সম্মেলন করেছে কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক দল। সংবাদ সম্মেলনে হামলা–ভাঙচুরের ঘটনার জন্য উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদার ও সদস্যসচিব মাহমুদুর রহমান ওরফে রিপনকে দায়ী করা হয়েছে।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কৃষক দলের সমাবেশে ভাঙচুর করা চেয়ার। আজ বিকেলে জাইকাআশ্রয়ন কেন্দ্রে
ছবি: প্রথম আলো।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বিকেল সাড়ে চারটার দিকে চর এলাহী কৃষক দলের নেতা-কর্মীরা স্থানীয় জাইকা আশ্রয়ণকেন্দ্রের মাঠে কৃষক সমাবেশের প্যান্ডেল তৈরির কাজ শুরু করছিলেন। এ সময় একদল যুবক লাঠিসোঁটা নিয়ে অতর্কিত সেখানে হামলা চালান। হামলাকারীরা সমাবেশে আগত নারী-পুরুষদের এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন এবং সমাবেশস্থলে রাখা চেয়ার ভাঙচুর করেন। হামলাকারীদের পিটুনিতে উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দীন, তাঁর স্ত্রী কৃষক দলের সদস্য জান্নাতুল ফেরদাউসসহ কমপক্ষে পাঁচজন আহত হন। গুরুতর আহত জান্নাতুল ফেরদাউসকে সন্ধ্যায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ যাওয়ার আগেই হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।

রাতে সংবাদ সম্মেলনে জেলা কৃষক দলের আহ্বায়ক ফজলে এলাহী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তৃণমূল পর্যায়ে দলের নেতা-কর্মীদের মধ্যে ৩১ দফা প্রচারের অংশ হিসেবে সমাবেশের আয়োজন করা হয়। কিন্তু উপজেলা বিএনপির নেতাদের অনুসারী একদল যুবক অতর্কিত সেখানে হামলা চালান। হামলাকারীরা সমাবেশে ব্যবহৃত পাঁচটি মাইক নিয়ে যান। একই সময় তাঁরা সমাবেশস্থলের চেয়ার ভাঙচুর করেন।‌ পিটিয়ে আহত করেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক, এক নারী সদস্যসহ পাঁচজনকে। বিষয়টি তাঁরা দলের উচ্চপর্যায়ে জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার প্রথম আলোকে বলেন, জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদস্যসচিব টাকা খেয়ে বিএনপি থেকে বহিষ্কৃত ব্যক্তিকে নিয়ে নিজেদের মনগড়া কমিটি করেছেন। কমিটি গঠনে স্থানীয় বিএনপির কোনো মতামত নেওয়া হয়নি। তাঁরা বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছেন। কিন্তু শুক্রবার বিকেলে কোথাও কৃষক দলের কোনো সমাবেশ হয়েছে কি না কিংবা কেউ সেখানে হামলা চালিয়েছে কি না, সে বিষয়ে তিনি কিছু জানেন না। এটি হয়তো তাঁদের সাজানো নাটক।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার প্রথম আলোকে বলেন, চর এলাহী ইউনিয়নে কৃষক দলের সমাবেশে হামলা–ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ সেখানে গিয়ে হামলাকারীদের কাউকে পায়নি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী সময়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।