ময়নাতদন্তের জন্য ৫১ দিন পর কবর থেকে তোলা হলো শিক্ষার্থী তাহিরের মরদেহ

নিহত শিক্ষার্থী আবদুল্লাহ আল তাহিরছবি: সংগৃহীত

দাফনের ৫১ দিন পর ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হলো রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী আবদুল্লাহ আল তাহিরের (২৮) মরদেহ। আজ রোববার দুপুরে রংপুর নগরের শালবন মিস্ত্রিপাড়া কবরস্থান থেকে মরদেহ তোলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মরদেহ তোলার সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম, মামলার তদন্ত কর্মকর্তা মেট্রোপলিটন কোতোয়ালি থানার উপপরিদর্শক নূর উন নবী, সেনাবাহিনী ও মেট্রোপলিটন পুলিশ সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন, সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে নিহত আবদুল্লাহ আল তাহিরের মরদেহ কবর থেকে তোলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নগরের জুম্মাপাড়া এলাকার বাসিন্দা আবদুর রহমানের ছেলে তাহির। তিনি ঢাকার বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিকসের অষ্টম সেমিস্টারের ছাত্র ছিলেন। গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে আবদুল্লাহ আল তাহির নিহত হন। এ ঘটনায় ৩ সেপ্টেম্বর তাহিরের মা শিরিন বেগম মামলা করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৬৪ জনের নাম উল্লেখ করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মামলা করা হয়।