‘নৌকার বিরোধিতাকারীরা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে চান’
রাজশাহী-২ (সদর) আসনে ১৪–দলীয় জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক পেয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। তবে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁকে বাদ দিয়ে দলের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনের মাঠে নেমেছেন। আজ রোববার বিকেলে নির্বাচনী মিছিল শেষে তাঁদের উদ্দেশে ফজলে হোসেন বলেন, যাঁরা নৌকার বিরোধিতা করছেন, তাঁরা জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে চান।
বিকেলে রাজশাহী নগরের তালাইমারী শহীদ মিনার এলাকার থেকে ফজলে হোসেনের নির্বাচনী মিছিল বের করা হয়। নগরের আলুপট্টির মোড়ে অনুষ্ঠিত হয় পথসভা। সেখানে ফজলে হোসেন নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। রাজশাহীবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রমাণ করতে হবে, জননেত্রী শেখ হাসিনার প্রতি রাজশাহীবাসীর সমর্থন আছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনারা নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে নিয়ে আসবেন।’
শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানোর জন্য বিদেশি অনেক শক্তি তৎপর উল্লেখ করে ফজলে হোসেন বলেন, ‘শেখ হাসিনাকে বাংলাদেশের একটি ভূখণ্ড ছেড়ে দেওয়ার বিনিময়ে ক্ষমতায় রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল। নেত্রী বলেছিলেন, “কোনো কিছু দেব না। আমাকে ক্ষমতা থেকে নামাতেও পারবে না।” নৌকা প্রতীক বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীকে পরিণত হয়েছে। শেখ হাসিনা রাজশাহীর উন্নয়নের জন্য সেই প্রতীকে আমাকে দিয়েছেন। রাজশাহীর উন্নয়নকে এগিয়ে নেওয়া ও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য নৌকার মার্কায় ভোট দিতে হবে।’
২০০৮ সাল থেকে টানা তিনবার এই আসন থেকে জোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ফজলে হোসেন। এর ধারাবাহিকতায় এবারও তিনি নৌকা প্রতীক পেয়েছেন। এবার এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান (বাদশা)। তাঁর প্রতীক কাঁচি। গত শুক্রবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের নেতারা স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে মতবিনিময় সভা করেন। সেখানে তাঁরা ফজলে হোসেনকে প্রত্যাখ্যান করে শফিকুর রহমানকে জয়ী করার আহ্বান জানান।
এদিকে আজ বিকেলে শফিকুর রহমান রাজশাহী নগরের কাঁঠালবাড়িয়া, কাশিয়াডাঙ্গা ও বাগানপাড়া এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন, রাজশাহীর মানুষ পরিবর্তন চায়। তাদের আকাঙ্ক্ষার কারণেই তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের কাছে ভোট চান।