সাবেক রেলমন্ত্রী সুজনের ব্যক্তিগত কর্মকর্তা ফেনসিডিলসহ গ্রেপ্তার
নীলফামারীর ডোমারে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের ব্যক্তিগত কর্মকর্তাসহ দুজনকে ১০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার পশ্চিম বোড়াগাড়ি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার সাহাপাড়া এলাকার দীপঙ্কর রায় ওরফে মিঠু (৩৫) ও ডোমার উপজেলার দক্ষিণ কেতকীবাড়ি ইউনিয়নের পাঠানপাড়া এলাকার মনছুর আলী (৪০)। তাঁদের মধ্যে দীপঙ্কর রায় দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ছিলেন।
এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে জানান ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রাতে জানতে পারি, ওই এলাকায় মাদক কেনাবেচা চলছে। অভিযানে আমরা ১০০ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছি। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। আজ তাঁদের আদালতের মাধ্যমে নীলফামারী কারাগারে পাঠানো হবে।’