কপোতাক্ষ নদে নিখোঁজের দুই দিন পর ভেসে উঠল ডুবুরির লাশ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় মেগা প্রকল্পের কাজে ব্যবহৃত বাল্কহেডের নোঙর খুঁজতে গিয়ে কপোতাক্ষ নদে নিখোঁজের দুই দিন পর এক ডুবুরির লাশ ভেসে উঠেছে। আজ বুধবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে লাশটি উদ্ধার করা হয়। গত সোমবার গাবুরার পার্শেমারি টেকেরহাট এলাকার কপোতাক্ষ নদে নিখোঁজ হন তিনি।
লাশ উদ্ধার হওয়া ডুবুরির নাম মিজানুর রহমান সরদার। তিনি খুলনার ৫ নম্বর ঘাট এলাকার দুলাল সরদারের ছেলে। তিনি স্থানীয় ফায়ার সার্ভিস ডুবুরি দলের সদস্য ছিলেন।
সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার টেকেরহাট এলাকার কপোতাক্ষ নদে বাল্কহেডের নোঙর খুঁজতে গিয়ে নিখোঁজ হন মিজানুর রহমান সরদার। তাঁর সন্ধানে গতকাল মঙ্গলবার সকাল থেকে উদ্ধার অভিযান চালান স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে খুলনা ও সাতক্ষীরা ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত অভিযান চালিয়েও তাঁর কোনো সন্ধান পায়নি। রাতে উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়। এরই মধ্যে আজ সকাল সাড়ে ৭টার দিকে গাবুরার গাগড়ামারি এলাকায় কপোতাক্ষ নদে তাঁর লাশ ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইফুজ্জামান বলেন, সাতক্ষীরা ও খুলনার ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল নিখোঁজ মিজানুরের সন্ধানে অভিযান চালিয়েও তাঁর হদিস পাচ্ছিল না। তবে শেষ পর্যন্ত আজ সকালে তাঁর লাশ পাওয়া গেছে।