ইলিয়াস আলীকে অক্ষত ফিরে পেতে সিলেটে দোয়া মাহফিল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে অক্ষত ফিরে পাওয়ার প্রত্যাশায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে সিলেট জেলা ওলামা দল। শুক্রবার হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদেছবি: প্রথম আলো

বিএনপির ‘নিখোঁজ’ সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার প্রত্যাশায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে ওলামা দলের সিলেট জেলা শাখা। আজ শুক্রবার বাদ আসর হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিলের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. নুরুল হক। জেলা ওলামা দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাওলানা রমিজ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন বৈষম্যবিরোধী শিক্ষক জোট সিলেটের সমন্বয়ক ও মদনমোহন কলেজের সহযোগী অধ্যাপক মো. ফরিদ আহমদ, জেলা কৃষক দলের নেতা জহিরুল ইসলাম, জেলা ওলামা দলের সদস্যসচিব এম এম কামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক এইচ এম নুরুল আমিন ও সদস্য মো. মোশাহিদ আলী প্রমুখ।

মো. নুরুল হক তাঁর বক্তব্যে বলেন, ‘পতিত স্বৈরাচার শেখ হাসিনার গুম নামক কারাগার থেকে অসংখ্য মানুষ ফিরে এসেছে। আমরা আশা করছি, আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলীও ফিরে আসবেন।’

২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন ইলিয়াস আলী। বিএনপির অভিযোগ, তৎকালীন আওয়ামী লীগ সরকারের লোকজন তাঁকে গুম করেছে। ওই সময় ইলিয়াস আলীর সন্ধান দাবিতে টানা এক সপ্তাহ হরতাল পালিত হয় সিলেটের বিশ্বনাথ উপজেলায়। তখন হরতালে পুলিশের সঙ্গে সংঘর্ষে ছাত্রদল ও যুবদলের তিন কর্মী নিহত হয়েছিলেন।